turusko senaআন্তর্জাতিক ডেস্ক: কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে তুরস্কের প্রথম সেনাদল দোহায় পৌঁছেছে।

রোববার তারিক বিন জিয়াদ সামরিক ঘাঁটিতে তুর্কি সেনারা তাদের প্রথম মহড়ায় অংশ নেন। এ মহড়ার জন্য দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। দুই দেশের সামরিক শক্তি সক্ষমতা বাড়ানোর চুক্তিতে এই মহড়া হচ্ছে। তা ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এ মহড়াকে।

আলজাজিরা অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

সন্ত্রাসে অর্থায়ন ও ইরানকে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশরসহ তাদের কিছু মিত্র দেশ। কাতারের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করেছে তারা। এ সংকটের মধ্যেই তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়া করছে কাতার।

এ মাসের শুরুর দিকে কাতারে তুরস্কের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের বিষয়টি অনুমোদন করে তুর্কি পার্লামেন্ট। কাতারের সঙ্গে এ-বিষয়ক চুক্তি হয় ২০১৬ সালে।

সাম্প্রতিক