ঢাকা : আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করে থাকে।
মাস জুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনে দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে আজ দেশব্যাপি মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায় করবেন।
রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদার নামাজে বিপুলসংখ্যক মুসল্লী নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে ।
< Prev | Next > |
---|