ss17আর্ন্তজাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন । এঘটনার পর হামলাকারীরা জনপ্রিয় পিজা হাউস রেস্টুরেন্টের ভেতরে জিম্মি রেখেছে আরো ২০ জনকে। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এরইমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।

মোগাদিসুর জনপ্রিয় ওই পিজা হাউজ রেস্টুরেন্টটি যে এলাকায় অবস্থিত তা পুরো ঘিরে রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার মেজর ইব্রাহিম হুসেইন রয়টার্সকে বলেন, ‘ওই যোদ্ধারা এখনও পিজা হাউজটির ভিতরে অবস্থান করছে এবং ২০ জনের মতো লোককে জিম্মি করে রেখেছে। তাদের মধ্যে কতোজন বেঁচে আছেন আর কতোজন মারা গেছেন তা আমরা জানি না।’

এর আগে পুলিশ জানায়, এ আত্মঘাতী হামলায় যে ১৭ জন নিহত হয়েছেন তাদের অধিকাংশই নারী এবং তারা হোটেলটির কর্মচারি।

মেজর হুসেইন বলেন, ‘সন্দেহ করা হচ্ছে, পিজা হাউজটির সামনে একটি গাড়িবোমা পার্ক করা আছে, এর পাশাপাশি স্নাইপাররা অবস্থান নিয়ে থাকায় নিরাপত্তা বাহিনীর জন্য রেস্টুরেন্টটিতে অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।’

অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, রেস্টুরেন্ট থেকে আহতদের নিরাপদে সরিয়ে নেয়া গেছে কিন্তু নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে।

হামলার দায় স্বীকার করে আল শাবাবের সামরিক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেন, ‘গাড়িবোমা নিয়ে রেস্টুরেন্টে বিস্ফোরণ ঘটিয়ে এক মুজাহিদ (যোদ্ধা) শহীদ হয়েছেন, অভিযান অব্যাহত আছে।’

২০১১ সালে আফ্রিকান ইউনিয়নের সেনারা আল শাবাব বিদ্রোহীদের মোগাদিসু থেকে হটিয়ে দেয়, কিন্তু এখনও দেশটির অধিকাংশ এলাকা বিদ্রোহী জঙ্গিগোষ্ঠীটির নিয়ন্ত্রণে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো জেলা পুলিশ ঘিরে ফেলেছে।

এএফপিকে দেয়া সাক্ষাতকারে নিরাপত্তা কর্মকর্তা আবুকার মোহামেদ বলেন, ওই রেস্টুরেন্ট খালি করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সাম্প্রতিক