রাজ্য সরকারের কাছ থেকে ঋণ মওকুফের প্রতিশ্রুতি পাওয়ার পর সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছে ভারতের মহারাষ্ট্রের কৃষকরা। উৎপাদিত দ্রব্যের ন্যায্য মূল্য প্রদান এবং ঋণ মওকুফের দাবিতে গত ১ জুন থেকে বিক্ষোভ করছিলেন তারা। মধ্যপ্রদেশেও একইরকম দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এখনও অব্যাহত আছে। গত সপ্তাহে সেখানকার বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে পাঁচ কৃষক নিহত হন।
মহারাষ্ট্রে প্রত্যেক কৃষকের জন্য ঋণ মওকুফ সুবিধা দিতে রাজি ছিলেন না মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিশ। তার যুক্তি ছিল, এর মধ্য দিয়ে রাজ্যে ঋণ পরিস্থিতি শোচনীয় হয়ে পড়বে। তবে শেষ পর্যন্ত বিক্ষোভরত কৃষকদের দাবি-দাওয়ার কাছে নতি স্বীকার করতে বাধ্য হন দেবেন্দ্র। রবিবার (১১ জুন) তিনি ঘোষণা দেন ‘নীতিগতভাবে’ এবং শর্তসাপেক্ষে সব ধারার কৃষকদের ঋণ মওকুফের সুবিধা দেওয়া হবে। কৃষকরা ঋণ মওকুফের শর্ত পূরণ করতে পারছেন কিনা সে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
রাজ্য সরকারের এ প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভ সাময়িক স্থগিত করার ঘোষণা দেন কৃষকরা। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কৃষক নেতা রাজু শেঠি বলেন, ‘আমরা সাময়িকভাবে আমাদের আন্দোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ২৫ জুলাই নাগাদ সন্তোষজনক সিদ্ধান্ত (ঋণ মওকুফের মানদ-ের ব্যাপারে সিদ্ধান্ত) না পাওয়া গেলে আমরা আমাদের বিক্ষোভ আবারও শুরু করব।’
এদিকে মধ্যপ্রদেশের আন্দোলন এখনও অব্যাহত আছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঋণ মওকুফের দাবি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কৃষকদের অভিযোগ, তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারে এমন কোনও শক্ত প্রতিশ্রুতি তারা পাননি।
ভারতের আরও কয়েকটি রাজ্যে কৃষকরা ঋণ মওকুফের দাবিতে বিক্ষোভ করছেন। উত্তর প্রদেশ ও তেলেঙ্গানায় এরইমধ্যে কৃষকদের জন্য ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।
< Prev | Next > |
---|