kader-vai-newগাজীপুর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করে বলেছেন, বিগত কয়েক বছরের মধ্যে এবার ঈদ যাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে।

রবিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির ‘আন্দোলন’কে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিএনপি গত ৮ বছরে ৮ মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি। এই ব্যর্থতার জন্য বিএনপির টপ টু বটম সব নেতাদের পদত্যাগ করা উচিত। ‘

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ যখন আমাদের কাজে খুশি হন, বিএনপি তখন অখুশি।

এ সময় মন্ত্রীর সঙ্গে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সবুর, বিআরটি প্রকল্পের পরিচালক মো. সানাউল হক, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক