নাইম আবদুল্লাহ : ঈদের আনন্দঘন দিনে নিজেকে আলাদা করে সাজাতে চান সবাই। আর ঈদের দিন সাজের সঙ্গে হাতের মেহেদির নকশা ভিন্ন মাত্রা যোগ করে। হাতে মেহেদি লাগানোর মধ্য দিয়েই ঈদের খুশির আমেজ শুরু হয়।
আমাদের দেশে চাঁদ রাতে হাতে মেহেদি লাগানোর প্রচলন অনেক আগে থেকেই রয়েছে। সেই প্রচলনকে অনুসরণ করে প্রবাসী কিশোরী, শিশু, গৃহিণী ও নববধূরা আজ ২৪ জুন (শনিবার) সন্ধ্যায় সিডনির লিভারপুলে আয়োজিত চাঁদ রাতের মেলায় হাতে মেহেদি লাগানোর মধ্য দিয়েই নিজেকে আলাদা করে সাজাতে ব্যস্ত।
অনেকে জানালেন, তারা হাল ফ্যাশনে পুরো মেহেদি না লাগিয়ে আঙুলের পাশ দিয়ে মেহেদির নকশা করছে। তারপর নখে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে নেল পালিশ দিযে ঈদের সাজে সাজবেন পাশাপাশি কেউ কেউ হাতের গড়ন অনুযায়ী লম্বা লতার ডিজাইনের পাশাপাশি হাতের তালুতে গোল ডিজাইন করতে দেখা গেছে।
বড়দের পাশাপাশি সহজ-সরল থিম অনুসরণ করে ছোটদের হাতে মেহেদির নকশা আঁকা চলছে।
অনেকে আরো জানালেন, ঈদের এক দিন আগে হাতে মেহেদি লাগালে মেহেদির রং ও টাটকা থাকে।
< Prev | Next > |
---|