gn5hkস্টাফ রিপোর্টার: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নামে জালিয়াতির সময় হাফিজ উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। কাস্টমস সূত্রে জানা যায়, নরসিংদীর হাফিজ গত ৭ জুন দুপুর ১টার দিকে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকারের রুমে গিয়ে এনবিআর চেয়ারম্যানের আত্মীয় ও ডাইরেক্টর জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্সের (ডিজিএফআই) সোর্স বলে পরিচয় দেন। এ সময় তিনি সহকারী কমিশনারকে রূপালী এজেন্সি প্রতিষ্ঠানের নামে হাউজ এয়ারওয়ে বিল পিএএম১০২৩-এর বিপরীতে একটি বিল অব এন্ট্রি দাখিল করে সুবিধা গ্রহণের চেষ্টা করেন। বিষয়টি কাস্টমস কর্মকর্তার সন্দেহ হলে তিনি ডিজিএফআই’র অফিসে যোগাযোগ করলে জানা যায় এই নামে তাদের কোনো সোর্স নেই। এনবিআর চেয়ারম্যানের একান্ত সচিবের সঙ্গে যোগাযোগ করলে তিনিও হাফিজ এনবিআর চেয়ারম্যানের আত্মীয় নন বলে জানান।

এরপর হাফিজের কাছ থেকে কাগজপত্র জব্দ করে ঢাকা কাস্টমস। জব্দকৃত কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, রূপালী কার্গো সার্ভিসের হাউজ এয়ারওয়ে বিল অব এন্ট্রি নকল এবং আইজিএম সংশোধনী আবেদনপত্রের আবেদনকারীর সাক্ষরও নকল করা হয়েছে। এর আগেও একবার এনবিআরে গিয়ে সুবিধা গ্রহণের চেষ্টাকালে হাফিজকে হাতেনাতে ধরা হয়। এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, রাজস্ব বোর্ড থেকে দুর্নীতি প্রতিরোধে কঠোর নির্দেশনা দেওয়া আছে। আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। এ ছাড়া হাফিজ বিগত ৭ মাস ধরে প্রতারণা করছেন বলে কাস্টমস হাউসে লিখিত অভিযোগ রয়েছে। বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বলেন, কাস্টমস কর্মকর্তারা হাফিজকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. আকতার হোসেন বাদী হয়ে গত ৮ জুন রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করেন। মামলা নম্বর ৬। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ঢাকা কাস্টমস হাউসে জালিয়াতির চেষ্টার সময় যাকে আটক করা হয়েছে তিনি আমার আত্মীয় নন। আমার রেফারেন্স দিয়ে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক