নাইম আবদুল্লাহ : গত ১০ জুন (শনিবার) সিডনির লাকেম্বার ইউনিটিং চার্চে ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাঙালিরা 'বাংলা ঈদ মেলা'র আয়োজন করে।  

eid-shopping1সিডনির দূর দূরান্ত থেকে আসা কয়েকশ প্রবাসী বাঙালিরা দিনব্যাপী কেনাকাটা ও আনন্দঘন পরিবেশে মেলা উপভোগ করে। ক্রেতা-বিক্রেতাদের হাঁক ডাকে লাকেম্বার এই বাংলা ঈদ মেলা মুখরিত হয়ে ওঠে।

eid-shopping2স্টলগুলো বাংলাদেশি শাড়ি, সালোয়ার কামিজ সহ মেয়েদের নুতন ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, পুরুষদের কোর্তা পাঞ্জাবি, ছোট শিশুদের রকমারি পোশাক, বিভিন্ন ডিজাইনের অলংকারসহ আরও বিভিন্ন রকমের পোশাক দিয়ে সাজানো ছিল। বিদেশের মাটিতে দেশীয় আমেজে প্রবাসী বাঙালিদের ঈদের আগাম কেনাকাটা করতে দেখা যায়।

eid-shopping3মেলা কমিটির প্রধান মোস্তফা শাহরিয়ার হাবীব দুঃখ প্রকাশ করে জানান, এবারের মেলা টেম্পিতে বড় ভেন্যুতে করার আয়োজন করা হলেও নিরাপত্তার ইস্যুতে ভেন্যু কর্তৃপক্ষ সেই আয়োজন বাতিল করে। তাই ছোট পরিসরে মেলার আয়োজন করতে হয়েছে। তিনি স্টল বুকিংকারীদের আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।

বেলা এগারোটায় শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত মেলা চলে।

সাম্প্রতিক