গত ১১ জুন (রবিবার) সিডনীস্থ কস্তুরী ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিএনপি অষ্ট্রেলিয়ার সাবেক সভাপতি ডা: আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অষ্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল হক জর্জ।
সম্মেলনের প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগিত বাজানো হয়।তারপর রমজান উপলক্ষ্যে ইফতার করে প্রথম পর্ব শেষ হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অষ্ট্রেলিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন কমিটি গঠনের জন্য সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন শুরু হয়।
বর্তমান হসিনা সরকারকে হঠাতে এবং বিএনপি অষ্ট্রেলিয়ার সকল বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে বিদেশে আন্দোলনকে আরো বেগবান করার লক্ষ্যে একটি তারুন্য নির্ভর শক্তিশারী সংগঠনের প্রয়োজনীয়তার আলোকে সাবেক ছাত্র নেতা জাকসুর সাবেক ক্রিড়া সম্পাদক ও অষ্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ্ব মো: লুতফুল কবিরকে সভাপতি এবং সাবেক ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ও অষ্ট্রেলিয়া যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তরুন সমাজ কর্মী মো: আবুল হাছানকে সাধারন সম্পাদক এবং তরুণ ছাত্র নেতা প্রকৌশলী হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ পুর্ণাংগ কমিটি নির্বাচিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক জর্জ নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কমিটি গঠনের প্রয়োজনীতার কথা উল্লেখ করে বলেন, 'দেশে বিদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান করতে হলে বিদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐকবদ্ধ্য করার কোন বিকল্প নেই। আর তার জন্য প্রয়োজন একটি শক্তিশালী রাজনৈতিক প্লাটফর্ম। আর আজকে থেকেই তার যাত্র শুরু'।
তিনি আশা করে বলেন 'নতুন কমিটি তাদের মেধা যোগ্যতা দিয়ে বর্তমান রাজনৈতিক আকাংখাকে বাস্তবায়ন করতে সক্ষম হবে'।
নতুন সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তাদের বক্তব্যে বলেন 'আমরা বতর্মান রাজনৈতিক আকাংখা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করি' তারা শপথ গ্রহন করে বলেন, ' অষ্ট্রেলিয়া বর্তমান যে রাজনৈতিক কালচার চলছে আমরা তার আমুল পরিবর্তন করে একটি নতুন ধারার রাজনীতি চালু করব'।
সেলিম খান মুকুলের সঞ্চালনায় সম্মেলনে অস্ট্রেলিয়াস্থ সর্ব স্তরের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি ডা: আব্দুল ওয়াহাবের সমাপনী বক্ত্ব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেনএবং সকলকে নৈশ ভোজে আমন্ত্রণ জানান। -(সংবাদ বিজ্ঞপ্তি)
< Prev | Next > |
---|