ইমন আহম্মেদমেহেরপুর : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সভা সমাবেশসহ রাজনৈতিক দলগুলো বিভিন্ন দিবসকে কেন্দ্র করে নির্বাচনী এলাকা মাতিয়ে রাখছেন রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা।

বিএনপির চাইতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারাই এখন মাঠে বেশি সক্রিয়। দলীয় মনোনয়ন পেতে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন সবাই। মেহেরপুর ১ নির্বাচনী আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী প্রার্থীদের নিয়ে এই বিশেষ প্রতিবেদন।

এলাকা ঘুরে দেখা গেছে, মেহেরপুর ১ আসনে আওয়ামী লীগের অনেকে মনোনয়ন প্রত্যাশী হলেও ইমনের নাম জোর আলোচনায় রয়েছে। নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরে নিজের দলীয় মনোনয়নের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন ইমন আহম্মেদ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় নেতা, জনসাধারন ও কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এত প্রত্যাশীর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজ সেবা সম্পাদক বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার কমিটির সদস্য ইমন আহম্মেদ। তৃণমূলের রাজনীতিতে ইমন আহম্মেদ এখন বেশ সক্রিয় ।

সমস্ত কিছুর বিবেচনায় ইমন এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন নেতাকর্মী ও আওয়ামীলীগ সমর্থকরা।

স্বাধীনতার সূতিকাগার খ্যাত মুজিবনগর এই আসনের অংশ হওয়াই বিশেষ গুরুত্বের সাথে দেখা হয় আসনটিকে। তাই কেন্দ্র কোন ধরনের ঝুকি এই আসনে নিতে চাইনা। জনগণের সাথে সম্পর্ক ভাল মেধাবী ক্লীন ইমেজে তরুণ নেতারা অগ্রাধিকার পাবে বলে জানা গেছে।

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে এই আসনে আগামী নির্বাচনে ইমন আহম্মেদ নৌকার মনোনয়ন পেলে দল-মত নির্বিশেষে সবাই নৌকায় ভোট দিবে। বিশেষ করে তরুন প্রজন্ম ইমনের দিকেই বেশি ঝুঁকছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আ’লীগ সমর্থক কর্মী ও সাধারন ভোটাররা বলেন ইমন আহম্মেদ কে দল দেখে নয় আমরা ব্যক্তি ও তার সততা আদর্শের জন্য ভোট দিবো। তিনি সব সময় আমাদের পাশে থাকেন৷

আওয়ামী লীগের হাইকমান্ড সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ তরুণ নেতাদের মনোনয়ন দেয়ার বিষয়ে বেশ তৎপর।

মনোনয়ন পাওয়ার বিষয়ে ইমন আহম্মেদ বলেন, জনগণের সেবা করার জন্য ছাত্রবেলা থেকে রাজনীতি শুরু করি। নিজের এলাকার জনগণের সেবা করতে চাই। সাধারন মানুষদের জন্যই আমি নমিনেশন চাইবো। আমি ক্ষমতা চাইনা না। আমি চাই সাধারণ মানুষের কর্মী হয়ে তাদের পাশে দাড়াতে। প্রধানমন্ত্রী যদি কর্মের মূল্যায়ন করেন, সততার মূল্যায়ন করেন তাহলে আমি মনোনায়ন পাবো ইনসাআল্লাহ্।

সাম্প্রতিক