সাভার : এবার ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়ি থেকে থেমে থেমে পাওয়া যাচ্ছে গুলির শব্দ। এদিকে আস্তানায় চূড়ান্ত অভিযান শুরুর আগেই আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাড়িটির চারপাশে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। প্রতিরোধের মুখে বাড়িটিকে ঘিরে আরও শক্ত অবস্থান নেয় র্যাব সদস্যরা। তাদের সাথে যোগ দেয় আশুলিয়া থানা পুলিশ।
এ সময় হ্যান্ড মাইকের সাহায্যে বাড়িটির ভেতর থেকে বাসিন্দাদের নিরস্ত্র হয়ে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। আজ রবিবার ভোরের দিকে অভিযানকারীদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে দুই রাউন্ড গুলি ছোঁড়া হয়।
< Prev | Next > |
---|