private uni 450স্টাফ রিপোর্টার: দেশে কর্মরত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনুৎপাদনশীর খাতে বেশি ব্যয় হচ্ছে। এর বিপরীতে অবকাঠামো উন্নয়ন, গবেষণা, প্রকাশনা, বই সংগ্রহ ও শিক্ষার্থী অনুপাতে শিক্ষক নিয়োগের মতো শিক্ষার মানোন্নয়নমূলক খাতগুলো অবহেলিত থেকে যাচ্ছে। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ৯৬টি। প্রতি বছরই এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যয় বাড়ছে। আর ব্যয়িত ওই অর্থের বড় অংশ চলে যাচ্ছে ভবন ভাড়ার মতো অনুৎপাদনশীল খাতে। মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অবকাঠামোগত উন্নয়ন খরচ কমিয়ে দেয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, উচ্চশিক্ষা প্রসারের নামে বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। ওই সুযোগে অনেকেই বাণিজ্যিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে। ওসব বিশ্ববিদ্যালয়ের অধিকাংশেরই স্থায়ী কোনো ক্যাম্পাস নেই। ফলে ভাড়া করা ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আর তাতে ব্যয়ের বড় অংশ চলে যাচ্ছে ওই খাতে। বর্তমানে দেশে ৯৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুমোদন রয়েছে। তার মধ্যে ৮০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন অনুযায়ী নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব ক্যাম্পাসে পুরোপুরি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে মাত্র ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর স্থায়ী ক্যাম্পাসে আংশিক শিক্ষা কার্যক্রম চালাচ্ছে ১৬টি, ফাউন্ডেশনের জমিতে ক্যাম্পাস করেছে ৩টি বিশ্ববিদ্যালয়। ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরিমাণ জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করছে। কম জমিতে ক্যাম্পাস নির্মাণাধীন রয়েছে দুই বিশ্ববিদ্যালয়ের।

সূত্র জানায়, ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মোট ব্যয় ছিল ২ হাজার ৫৩৬ কোটি ১৮ লাখ টাকা। সে সময়ের অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যানুপাতে বিশ্ববিদ্যালয়প্রতি গড় ব্যয় ছিল ৩০ কোটি ৫৫ লাখ টাকা। তার মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যয় ছিল সর্বোচ্চ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। আর শেখ ফজিলাতুন্নেছা বিশ্ববিদ্যালয়ের ব্যয় ছিল সর্বনিম্ন। ২০১৪ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ব্যয় ছিল ২ হাজার ২২৭ কোটি টাকা। এ হিসাবে বিশ্ববিদ্যালয়প্রতি গড় ব্যয় দাঁড়ায় ২৯ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতি বিশ্ববিদ্যালয়ে গড়ে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয় বেড়েছে। মোট হিসাবে এক বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যয় বেড়েছে প্রায় ৩০০ কোটি টাকা। বিগত ২০১৪ সালে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় করেছিল মোট ৪৪২ কোটি ৪৪ লাখ টাকা। ২০১৫ সালে এসে ওই বাবদ তারা ব্যয় করেছে ৪৩৩ কোটি ২৭ লাখ টাকা।

সূত্র আরো জানায়, বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন নিয়মিত ইউজিসিতে জমা দিচ্ছে না। যদিও প্রতি শিক্ষাবর্ষের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার সরকারের নির্দেশনা রয়েছে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তা আমলেই নিচ্ছে না। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো সরকারি অর্থে পরিচালিত হওয়ায় ওসব প্রতিষ্ঠানের নিরীক্ষা সরকারি উদ্যোগে করা হয়। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোনো নিরীক্ষা প্রতিষ্ঠানের (সিএ ফার্ম) মাধ্যমে নিরীক্ষা কওে প্রতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন ইউজিসিতে জমা দেয়ার কথা। ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী নিরীক্ষা প্রতিবেদন হালনাগাদ রয়েছে মাত্র ৮টি বিশ্ববিদ্যালয়ের। কার্যক্রম পরিচালনাকারী বাকি অর্ধশতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় নিরীক্ষা প্রতিবেদন হালনাগাদ করে ইউজিসিতে জমা দেয়নি। দার মধ্যে প্রথম সারির অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ও আছে।

এ প্রসঙ্গে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান জানান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ের যেসব অবকাঠামো থাকা প্রয়োজন, দেশের হাতেগোনা দু-চারটি বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশেরই তা নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক ব্যয়ের অধিকাংশ অর্থ খরচ হচ্ছে অনুৎপাদনশীল খাতে। গবেষণা ও বই কেনাসহ শিক্ষার মানোন্নয়নে খরচ হচ্ছে কম। ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার ফলে আয়ের বড় একটা অংশ ভাড়া ও মেইনটেন্যান্স বাবদ ব্যয় হচ্ছে। তাছাড়া খ-কালীন শিক্ষক বেশি হওয়ার কারণেও ব্যয় বাড়ছে। স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষকের সংখ্যা বাড়ালে এ বাবদ খরচ কমবে।

সাম্প্রতিক