গাজীপুর : তৃতীয় দফায় সাময়িক বরখাস্ত করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র এম এ মান্নানকে।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তার বিরুদ্ধে আদালতে একটি মামলায় দুদক অভিযোগপত্র দাখিল করে। এরই প্রেক্ষিতে মেয়রকে বরখাস্ত করা হয়।
এরআগে ২০১৫ সালের ১৯ আগস্ট প্রথমবার ও ২০১৬ সালের ১৮ এপ্রিল দ্বিতীয়বারের মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
< Prev | Next > |
---|