ইমন আহম্মেদ
ইমন আহম্মেদরাজনীতি আমরা অনেকেই ঘৃণা করি,আমাদের সমাজের অনেকের ভীতরে কাজ করে রাজনীতি ভাল মানুষের কাজ নয়। অথচ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট পরিচালিত হয় রাজনৈতিক ব্যক্তি বর্গ দ্বারা ।

আমাদের সমাজের শিক্ষিত এবং সৎ মানুষগুলোর এই ক্রমাগত রাজনীতি কে অনীহা করার ফলস্বরূপ সমাজের অযগ্য মানুষ গুলো আর কোন কিছু করতে না পেরে রাজনীতি কে পেশা হিসাবে বেছে নিচ্ছে ফলে রাজনীতিতে প্রতিনিয়ত কালো টাকার প্রভাব বাড়ছে,সাধারণ জনগণের কাছ থেকে দুরে চলে যাচ্ছে। সাধারণ মানুষের জন্য যে রাজনীতি তা সাধারণ মানুষের কাছে হয়ে উঠছে অভয়ারণ্য ।

এখনো খুব বেশি দেরি হয়নি এ জঘণ্য অবস্থা থেকে বেরিয়ে আসার কিন্তু তার জন্য প্রয়োজন সকলের সৎ ইচ্ছা । এখন ভাবছেন আমরা কি করতে পারি!হুম আমরাই পারি তার জন্য নিতে হবে আমাদের সঠিক সিদ্ধান্ত শিক্ষিত প্রগতিশীল নেতৃত্ব ।

পরিবর্তন আনতে হবে তৃণমূল রাজনীতিতে ,নেতা কে নেতা নয় সাধারনের একজন করতে হবে ভাল কাজে সহযোগিতা করতে হবে খারাপ কাজের সমালোচনা করতে হবে। সব সময় মাথায় রাখতে হবে অরাজনৈতিক লোকের হাতে নেতৃত্ব তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে ,সব সময় পজিটিভ চিন্তা করতে হবে এবং যারা পজিটিভ চিন্তা করে তাদের সাহায্য করতে হবে।

আমাদের দৃষ্টিভঙ্গি যদি বদলে যাই নিশ্চয় আমাদের সামাজিক, রাজনৈতিক,অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে।

সাম্প্রতিক