kader newস্টাফ রিপোর্টার: বিএনপির কাছে গুম-খুনের তালিকা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ময়মনসিংহে তিনি সাংবাদিকদের একথা বলেন। সম্প্রতি গুম খুন নিয়ে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভীর এক বক্তব্যের প্রেক্ষিতে তিনি একথা বলেন।

গত বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে রিজভী বলেন, দেশব্যাপী একের পর এই ধরনের গুম-অপহরণ ও বিচারবর্হিভূত হত্যাকা-ের ঘটনায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। তবে সরকারকে বিব্রত করতে এ ধরনের অভিযোগ করা হচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের।

কবি গবেষক ফরহাদ মজহার ‘অপহরণ’ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ওনি নিজেই বলেছেন সরকারকে বিব্রত করতে তাকে অপহরণ করা হয়েছে। একটি অশুভ চক্র দেশকে অস্থিতিশীল করতে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান মন্ত্রী।

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দর হবে উল্লেখ করে এই নির্বাচনে সকলকে অংশগ্রহণের অনুরোধ জানান আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।

বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্মিত ফুট ওভার ব্রিজ উদ্বোধন শেষে প্রেস ব্রিফিং করেন মন্ত্রী। এ সময় ধর্মমন্ত্রী মতিউর রহমানসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক