পিয়ং ইয়ং: মুখ সামলে কথা বলুক অস্ট্রেলিয়া৷ না হলে পরমাণু হামলা চালানো হবে সেদেশে৷ তাতে নিশ্চিহ্ন হয়ে যাবে মার্কিন দোসর৷ এমনই হুমকি দিল উত্তর কোরিয়া৷ সেই সঙ্গে কোরিয় উপসাগরে আরও ঘনীভূত হল যুদ্ধের সম্ভাবনা৷ উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম কেসিএনএ জানাচ্ছে এখবর৷
এক রেডিও সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী জুলি বিশপ বলেন, উত্তর কোরিয়ার অবস্থান বিপজ্জনক৷ সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করা হচ্ছে৷ আলোচনার টেবিলে সবকিছু সমাধান সম্ভব৷ তাঁর সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার পরই তীব্র পরমাণু হামলার হুঙ্কার দিয়েছে কিম জং উনের দেশ৷
পিয়ং ইয়ংয়ের সঙ্গে তীব্র কূটনৈতিক লড়াইয়ের মধ্যেই অস্ট্রেলিয়া সফর করছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স৷ তাঁর সফরের মধ্যেই ভয়াবহ হামলার হুমকি দিল উত্তর কোরিয়া৷
কোরিয় সাগরে যুদ্ধ চালানোর জন্য মার্কিন নৌবহর অবস্থান করছে অস্ট্রেলিয়ার কাছে৷ মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড৷
< Prev | Next > |
---|