ঢাকা : ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে সরকারের নির্বাচনমুখি রাজনৈতিক বাজেট মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বৃহদাকার এই বাজেট জনগণের কল্যাণে কাজে আসবে না। এছাড়া অতি উচ্চাভিলাষী এই বাজেট বাস্তবায়ন অসম্ভব বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ করতে এসে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই বাজেট যারা দিচ্ছে তারা বৈধ নয়। ফলে কোন জবাবদিহীতা ও দায়বদ্ধতা এখানে থাকছে না। সংসদে বাজেট নিয়ে আলোচনা, সমালোচনারও কোন গুরুত্ব থাকছে না। এই বাজেট অতি উচ্চাভিলাষী, সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে দেয়া বাজেটে দেশের মানুষের কোন কল্যাণ বয়ে আনবে না, বাস্তবায়নও হবে না।
তিনি আরও বলেন, ‘অর্থনীতিবিদরাও এই বাজেটকে অতি উচ্চাভিলাসী বলেছেন। অর্থমন্ত্রী নিজেও বলেছেন, তিনি ঝুঁকি নিয়ে বাজেট দিচ্ছেন। এভাবে রাজনৈতিক বাজেট দিয়ে জনগণকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে সরকার।’
ফখরুলের দাবি, গত বাজেটের ৫৫ ভাগ বাস্তায়ন হয়নি। এবারও জনগনের পকেট কাটার বাজেট দেশের কোন কল্যাণ বয়ে আনবে না। এই অবাস্তব বাজেট বাস্তবায়ন অসম্ভব।
< Prev | Next > |
---|