fjhk5স্টাফ রিপোর্টার: নতুন অর্থবছরের বাজেট টাকার অঙ্কে বড় হলেও তা অন্তঃসারশূন্য বলে দাবি করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তিনি বলেছেন, অনির্বাচিত সরকারের অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করেছেন, ইট ইজ এ বিগ বিউটিফুল বেলুন। দেখতে খুব বড় এবং চমকপ্রদ মনে হয়, কিন্তু এর ভেতরে সাধারণ মানুষ তথা নিম্ন ও মধ্যবিত্তদের জন্য কিছুই নাই। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে ২০১৭-১৮ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেট নিয়ে এই প্রতিক্রিয়া জানান তিনি। মুহিত বৃহস্পতিবার আগামি অর্থবছরের জন্য সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। এতে রাজস্ব আদায় ও বৈদেশিক সহায়তা ব্যবহারের বড় লক্ষ্য ধরা হয়েছে, যা অর্জন দুরূহ বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে ব্যাংকে জমা রাখা টাকার উপর আবগারি শুল্ক বৃদ্ধিকে ‘আত্মঘাতী প্রস্তাব’ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ। তিনি বলেন, ব্যাংকের আমানতের উপরে কর আরোপের প্রস্তাব একটি দুরভিসন্ধিমূলক পদক্ষেপ বলে আমরা মনে করি। গত দুই বছরে এমনিতেই ৩৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

এখন ব্যাংকের আমানতের উপর অতিরিক্ত কর বসানোর কারণে মানুষ আর ব্যাংকে টাকা জমা রাখবে না। প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় এই বিষয়টি নিয়ে সরকারের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যাংকের সঞ্চয়ের উপর তারা আবগারি শুল্ক দ্বিগুণ করার প্রস্তাব করেছে। আমার জানা মতে, সারাবিশ্বে সঞ্চয়ের উপর সরকারের সহযোগিতা থাকে, ইনসেনটিভ দিয়ে থাকে। অথচ বাংলাদেশে সাধারণ মানুষের আমানতের ওপর আবগারী শুল্প দিচ্ছে। এই কারণে অর্থ পাচার বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এতে বোঝা যাচ্ছে, সরকারই চায় না যে, দেশের মানুষ ব্যাংকে টাকা আমানত হিসাবে জমা রাখুক। সরকারই বিদেশে টাকা পাচার করার জন্য এই ব্যবস্থা করছে। জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ এর উদ্যোগে এই আলোচনা সভায় আমীর খসরু বলেন, বর্তমানে দেশে দলীয় অর্থনীতি ও দলীয় শাসন চলছে। তার প্রতিফলন বাজেটে লক্ষ্য করা যায়।

একে ‘লুটপাটের বাজেট’ আখ্যায়িত করে তিনি বলেন, সেই লুণ্ঠনের টাকা তারা (সরকার) সাধারণ মানুষের পকেটে থেকে কেটে নেওয়ার উদ্যোগ নিয়েছে। জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ এর সভাপতি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির আহমেদ আজম খান, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, রফিক শিকদার বক্তব্য রাখেন। ইয়ুথ ফোরামের আলোচনায় মওদুদ সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানোর সমালোচনা করেন। তিনি বলেন, বড় বাজেট মানে বড় দুর্নীতি। বাজেটে বড় বড় প্রকল্পের জন্য বিশাল অংকের অর্থ বরাদ্দ করা হয়েছে। বড় প্রকল্প মানে হচ্ছে বড় বড় কমিশন, কমিশন মানে হল বড় অংকের ঘুষ ও দুর্নীতি। ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মুসলিম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী বক্তব্য রাখেন।

 

সাম্প্রতিক