naraonস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে থাই গ্লাসের নিচে চাপা পড়ে সালাউদ্দিন (২১) ও মো. সুমন (২৭) নামে দুই শ্রমিক মারা গেছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন রবিন (১৯) নামে এক শ্রমিক। গতকাল শনিবার দুপুর আড়াইটার সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আবদুস সাত্তার জানান, নাসিক ১ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় সানি থাই অ্যালুমিনিয়ামের দোকানে ঢাকা থেকে পিকআপে আসা গ্লাস নামানোর কাজ করেছিলেন রবিন, সালাউদ্দিন ও সুমন। এ সময় পিকআপভ্যান থেকে হঠাৎ বেশ কিছু গ্লাস তাদের উপরে পড়লে তারা তিনজন গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত রবিন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওসি আবদুস সাত্তার।

সাম্প্রতিক