ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশানে-২ এর ১৫৯ নম্বর প্লটের বাসায় অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ বুধবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমানের নেতৃত্বে বাড়িটিতে অভিযান শুরু হয়।
অভিযানের শুরুতে বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজউক অঞ্চল-৪ এর অথরাইজড অফিসার আদিলুজ্জামান।
তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী আজ (বুধবার) দুপুরের পর থেকে আমরা ওই বাড়িটিতে অভিযান শুরু করেছি। অভিযানে পুলিশসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘শুনেছি তার (মওদুদ) বাসায় পুলিশ ঢুকেছে। কেন ঢুকেছে তা জানি না।’
উল্লেখ্য, গত ৪ জুন (রোববার) ওই বাড়ি নিয়ে করা মামলায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।
< Prev | Next > |
---|