স্টাফ রিপোর্টার: আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার জন্য ৯ ডিজিটের ডিজিটাল নাম্বার বাধ্যতামূলক করা হয়েছে। ওই নাম্বার ছাড়া বন্দর থেকে আমদানি-রফতানির পণ্য খালাস করা যাবে না। ভ্যাট অনলাইনের আওতায় পুনর্নিবন্ধন নিয়ে ওই নাম্বার নিতে হবে। তার আওতায় প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের বিজনেস আইডেনটিফিকেশন নাম্বার বা (বিআইএন) থাকবে একটি। আগামী ১ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে। প্রস্তাবিত অর্থবছরের বাজেটে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। আমদানি-রফতানি কার্যক্রমের সাথে জড়িত সব প্রতিষ্ঠানের বিআইএন নাম্বার প্রবর্তন বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতিমধ্যে ওই সংক্রান্ত আদেশ জারি করে তা কার্যকরের ঘোষণা দিয়েছে। এনবিআর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। ফলে অনলাইন পদ্ধতিতে ভ্যাটদাতা প্রতিষ্ঠানের পুনর্নিবন্ধন না হলে ওই আইনের বাস্তবায়ন ব্যাহত হবে। এমন অবস্থায় ১৫ জুনের মধ্যে সব প্রতিষ্ঠানকে পুনর্নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হবে। আর ৯ ডিজিটের নাম্বার না থাকলে ১ জুলাইয়েরে পর কোনো প্রতিষ্ঠানই পণ্য আমদানি করার পর তা বন্দরে খালাস করতে পারবে না। সেজন্য ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট অনলাইনে পুনর্নিবন্ধন নিতে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নোটিশ করা হয়েছে। ব্যাপকভাবে প্রচারণা চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। তবে অনলাইনে ভ্যাট নিবন্ধনের কার্যক্রম চালু হওয়ার পর এনবিআর পর্যালোচনা করে দেখেছে, খুব কমসংখ্যক প্রতিষ্ঠানই পুনর্নিবন্ধন করেছে। দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে গত সপ্তাহে মাঠপর্যায়ের কমিশনারদের নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, যারা এখনো পুনর্নিবন্ধন নেয়নি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
সূত্র জানায়, গত ২৩ মার্চ অনলাইনে ভ্যাট নিবন্ধনের কার্যক্রম উদ্বোধন করা হয়। তারপর থেকে মাত্র ৯ হাজার ৭৬৮ প্রতিষ্ঠান পুনর্নিবন্ধন নিয়েছে। অর্থাৎ উল্লিখিত প্রতিষ্ঠানগুলো ডিজিটাল পদ্ধতির আওতায় এসেছে। বর্তমানে সারাদেশে ৮ লাখ ৬৪ হাজার ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আনা হলেও এখন পর্যন্ত মাত্র ৩৬ হাজার ৮৫৮টি প্রতিষ্ঠান রিটার্ন দাখিল করছে। তার মধ্যে ৯ হাজার ৭৬৮টি প্রতিষ্ঠান ভ্যাট অনলাইনের আওতায় আনা হয়।
এনবিআরের লক্ষ্য হচ্ছে ১৫ জুনের মধ্যে বাকি ২৭ হাজার প্রতিষ্ঠানকে পুনর্নিবন্ধনের আওতায় নিয়ে আসা। কারণ নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট অনলাইনের আওতায় পুনর্নিবন্ধন না নিলে ১ জুলাই থেকে ওইসব প্রতিষ্ঠানের আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হবে। তবে অনলাইনে ভ্যাট নিবন্ধন সব ব্যবসায়ীকে নিতে হবে না। বছরে ৩৬ লাখ টাকার কম লেনদেন হওয়া ব্যবসা প্রতিষ্ঠান ওই আওতার বাইরে থাকবে। বার্ষিক লেনদেন ৩৬ লাখ টাকার বেশি হলেই অনলাইন নিবন্ধন নিতে হবে। কারণ নতুন ভ্যাট আইনটি প্রযুুক্তিনির্ভর। এই আইন কার্যকর হলে অনলাইনেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো রিটার্ন জমা ও কর পরিশোধসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে পারবে। যে কারণে ভ্যাটের সব লেনদেন অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়।
সূত্র আরো জানায়, মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে আগে ভ্যাটের যে নিবন্ধন দেওয়া হতো তা ছিল এগারো ডিজিটের। কিন্তু এবার অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে সার্কেল অফিসের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে এনবিআর থেকে নিবন্ধন নাম্বার দেয়া হবে এবং তা হবে ৯ ডিজিটের। আগে একাধিক প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন নিবন্ধন নেয়া হতো। অনলাইনের আওতায় সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিবন্ধন হবে অভিন্ন ( ইউনিক)। আগে একটি ব্যবসায়িক গ্রুপের অধীনে ১৫টি সহযোগী প্রতিষ্ঠান থাকলে বিভিন্ন ভ্যাট সার্কেল অফিস থেকে একাধিক নিবন্ধন নাম্বার দেয়া হতো। এখন অনলাইনের আওতায় একটি ব্যবসায়িক গ্রুপের অধীনে যতগুলো সহযোগী প্রতিষ্ঠান রয়েছে তার জন্য শুধু একটি অভিন্ন ভ্যাট নিবন্ধন নাম্বার দেয়া হয়। মূলত ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনে স্বচ্ছতা আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
< Prev | Next > |
---|