স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে গত শনিবার শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে। ‘খাদ্যে বিষক্রিয়ায়’ তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। মৃতরা হলেন, উপজেলার মাধাইনগরের তোফাজ্জল হোসেনের স্ত্রী সোনাবান খাতুন (৩৫) ও তার ছেলে সোহাগ(৪)। স্বজনদের বরাত দিয়ে গত শনিবার রাতে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সজিব রায় বলেন, দুপুরে রান্না করা পুরাতন শুঁটকি মাছের তরকারি দিয়ে ভাত খাওয়ার পর মা ও ছেলে অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও রাতে তাদের অবস্থার অবনতি হয়। স্বজনরা রাত সোয়া ৯টার দিকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসেন। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বজনদের অনুরোধে রাতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান চিকিৎসক সজিব। বিষয়টি সর্ম্পকে কেউ থানায় অবগত করেনি বলে তাড়াশ থানার ওসি মঞ্জুর রহমান জানিয়েছেন।
< Prev | Next > |
---|