স্টাফ রিপোর্টার: ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সব বন্দর ইন্ট্রিগ্রেটেড (সমন্বিত) চেকপোস্ট নেটওয়ার্কের আওতায় আনা হবে। এরপর সব বন্দর দিয়ে ‘ফুল এন্ট্রি ভিসা’ চালু করা হবে। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, যেগুলো বাকী রয়েছে সেগুলোকে ইন্ট্রিগ্রেটেড চেকপোস্টে পরিণত করা হবে। আমাদের সমন্বিত চেকপোস্ট রয়েছে। সবগুলো একত্র করার চেষ্টা চলছে। তারপর সামগ্রিকভাবে ব্যবহারের অনুমতি নিতে হবে। ফুল ভিসা এন্ট্রির কাজ তারপর হবে।
ভারত ও বাংলাদেশ সীমান্তে অভিবাসন চেক পোস্টকে একত্র করার কাজ চলছে। একবার নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলে আমরা মানুষকে সমস্ত স্থলবন্দর ব্যবহারের অনুমতি দিতে পারবো। তিনি আরও বলেন, বর্তমানে আমরা পেট্রাপোল-বেনাপোল ও হারিদাসপুর দু’টি স্থলবন্দর ব্যবহার করছি। এদের সে মানদ- রয়েছে। এর সঙ্গে আখাউড়া-আগরতলা অন্যান্য স্থলবন্দরকে ব্যবহারের জন্য বলতে পারি। ব্যক্তিগত কাজে ভারতের আগরতলায় যাওয়ার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এসময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান ও আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।
< Prev | Next > |
---|