স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় এক ট্রাক চালককে গুম করার খবরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। দুই দেশের ব্যবসায়ীরা বন্দরে অনেক খোঁজাখুঁজি করেও ওই ট্রাক চালকের কোনো সন্ধান পাননি। গতকাল শনিবার দুপুর ২টায় ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা বেনাপোল চেকপোস্টে পণ্য প্রবেশের গেট বন্ধ করে দেন। পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, ভারতীয় এক ট্রাক চালককে বেনাপোল বন্দরের শ্রমিকরা মেরে ট্রাকের মধ্যে রেখে দিয়েছে বলে ভারতীয় ট্রাকের এক হেলপার অভিযোগ করেন।
এ খবরে ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে বাণিজ্য বন্ধ করে দেন। পরে আমরা বেনাপোল বন্দরে গিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি করেছি। কিন্তু ট্রাক চালকের কোনো খোঁজ পাইনি। এমনকি অভিযোগকারী ট্রাকের হেলপারেরও কোনো খোঁজ নেই। এতে জটিলতা বেড়েছে। বেনাপোল পোর্টথানা পুলিশের এসআই মফিজ জানান, খবর শুনে তারা বন্দরে রয়েছেন। কিন্তু সঠিকভাবে কোনো অভিযোগকারীকে না পাওয়ায় সমস্যা হয়েছে। তবে খোঁজ অব্যাহত রেখেছেন। বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আবদুর রউফ বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়েছেন। বিষয়টি তিনি দেখছেন। গতকাল শনিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ছিল। এ ছাড়া গুম হওয়া ট্রাক চালক ও অভিযোগকারী ট্রাকের হেলপারের নাম-ঠিকানা কেউ বলতে পারেনি।
< Prev | Next > |
---|