ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল রাতে (শুক্রবার) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন।
গত ২৪ থেকে ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর মধ্যবার্ষিক নির্বাহী কমিটির সভায় অংশগ্রহণ করতে তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন।
এছাড়াও অস্ট্রেলিয়ায় অবস্থানকালে তিনি সিপিএ’র বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।
স্পিকারকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
< Prev | Next > |
---|