বেল্লাল হোসেন ঢালী:
নায়িকা ববিতা। আসল নাম ফরিদা আক্তার পপি। ৭০-৮০-র দশকের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা। খ্যাতির বিড়ম্বনায় যার তুলনা তিনি নিজেই।
অস্কার পাওয়া সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন ববিতা। তিনি ২৫০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ববিতা বাংলাদেশে একমাত্র নায়িকা যে পরপর তিন বছর একটানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। স্বামী ইফতেখার ও একমাত্র সন্তান অনিক। অনিক বর্তমানে কানাডা প্রাবাসী। ববিতা ও তার ছোট বোন চলচ্চিত্র নায়িকা চম্পা তার বড় ভাইয়ের ছেলের বিয়েতে যোগদানের জন্য বর্তমানে সিডনিতে আছেন।
গত ১৪ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় সিডনির মাসকটস্থ কামরুল ইসলামের বাসভবনে বাংলা নববর্ষ ১৪২৪ পহেলা বৈশাখ উপলক্ষে এক ঘরোয়া অনুষ্ঠানে ববিতা ও চম্পার উপস্থিতি এক অভিন্ন মাত্রা যোগ করে। আনন্দ সন্ধ্যায় বৈশাখী আমেজে, পান্তা ইলিশের সাথে মুখরোচক নানা রকম খাবার, সেইসাথে ববিতার প্রিয় বাংলা সিনেমার জনপ্রিয় গানের আড্ডায় প্রবাসী ভাবীদের সাথে ববিতা ও চম্পা সত্তর-আশি দশকের বাংলা সিনেমার নস্টাজিয়ায় হাড়িয়ে যান। তাঁরা অস্টেলিয়া প্রবাসী সকল বাঙ্গালীদের নববর্ষের শুভেচ্ছা জানান।
ববিতা এখনো নিয়মিতভাবে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সমাজ সেবায়ও নিজেকে নিবেদিত করেছেন। এসিডদগ্ধ নারীদের জন্য সংস্থা ‘এসিড সারভাইভরস ফাউন্ডেশন’-এর সঙ্গে জড়িত এবং ‘ডিসট্রেসড চিলড্রেন-এ ইনফ্যান্ট সোসাইটি’র গুডউইল অ্যাম্বাসাডার হিসেবে কাজ করছেন।
বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে ববিতা ও চম্পাকে জানাচ্ছি বাংলা নববর্ষের রক্তিম শুভেচ্ছা। নতুন বছর ১৪২৪ তাঁদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। তাঁদের সমাজসেবামূলক কর্মকান্ডে আলোকিত হোক আমাদের সমাজ ব্যবস্থা। নতুন জীবন ফিরে পাক এসিডদগ্ধ অসহায় নারীরা।
< Prev | Next > |
---|