স্টাফ রিপোর্টার: ঢাকার ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকা-ে গ্রেফতার তার স্ত্রী নুরানী আক্তার সুমী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিমের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সুমী নিজের সঙ্গে কবি-গীতিকার শাহাবুদ্দিন নাগরীর সম্পৃক্ততার কথা বলে বলেছেন বলে জানিয়েছেন ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আনোয়ারুল হক।
দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ধরে হাকিম আহসান হাবীবের খাস কামরায় জবানবন্দি দেন সুমী। জবানবন্দি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে বলে পুলিশ কর্মকর্তা আনোয়ার জানান। এই মামলায় গ্রেফতার নাগরীকে তৃতীয় দফায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তিনি এখনও হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেননি বলে পুলিশ জানায়। গত ১৪ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ডমইনো অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটে ব্যবসায়ী নুরুল ইসলামের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নুরুলের বোন যে মামলা করেছেন, তাতে অভিযোগ করা হয়েছে, ভাবি সুমী বিয়ে বহির্ভূত সম্পর্কের জের ধরে তার ভাইকে হত্যা করেছে। সুমী ও ওই ব্যবসায়ীর গাড়িচালক সেলিমকে গ্রেফতারের পর ১৭ এপ্রিল ভোরে রাজধানীর নিকুঞ্জ থেকে শাহাবুদ্দীন নাগরীকে গ্রেফতার করা হয়।
< Prev | Next > |
---|