drggger1স্টাফ রিপোর্টার: কক্সবাজারের উখিয়ায় ‘ছাত্রলীগের স্কুল কমিটির সভাপতি’ দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে গত রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান ওরফে জাগো (১৬) পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার জাফর আলমের ছেলে। পালংখালী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এই ছাত্র ছাত্রলীগের স্কুল কমিটির সভাপতি ছিল বলে পরিবারের ভাষ্য। গত রোববার রাতের হামলার ঘটনায় মুজিবুরের ছোট চাচা মোহাম্মদ ইউনুস বাপ্পীও আহত হয়েছেন। তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুজিবুরের বড় চাচা পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সুলতান আহম্মেদ বলেন, গত ইউপি নির্বাচনের সময় সদস্য পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাফর আলম এবং চেয়ারম্যান পদের প্রার্থী কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। তাদের অনুসারীরাই মুজিবুরকে খুন করেছে বলে সুলতানের সন্দেহ। ঘটনার বর্ণনায় সুলতান বলেন, গত রোববার রাতে তার কাছ থেকে টাকা নিয়ে মুজিবুর ও ইউনুস এলাকার একটি চায়ের দোকানে নাস্তা খেতে যায়।

ওই সময় রিজভী, শাকিল, আজিজুর রহমান ওরফে কালাচাঁদ, বদিউল আলম, ইসমাঈল ও নূর মোহাম্মদসহ ১০/১২ জন মিলে ওদের ওপর হামলা চালায়। ওদের দোকান থেকে বের করে সবার সামনে মারধর করা হয়। পরে তারা মুজিবুর আর ইউনুসকে ছুরি মারে। ওসি আবুল খায়ের জানান, স্থানীয়রা গুরুতর অবস্থায় ওই দুইজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি। অভিযোগের বিষয়ে কথা বলতে আলী আহমদ ও জাফর আলমের ফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান দাবি করেন, হামলার এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়। তিনি বলেন, একটি মহল অনাকাক্সিক্ষত এ ঘটনাকে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বলে অপপ্রচার চালাচ্ছে।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি কাজী এনায়েতুল্লাহ বলেন, বিভিন্ন স্থানে ছাত্রলীগের স্কুল কমিটি থাকলেও সেগুলো কেন্দ্রে থেকে করে দেওয়া হয় না। স্থানীয়ভাবে জেলা বা উপজেলা পর্যায় থেকেই এসব কমিটি দেওয়া হয়।

সাম্প্রতিক