fghfgdff1স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিবি শরীফা খাতুন নামে এক নারী তার স্বামী শহিদ উল্যাকে (৩৫) গলা কেটে হত্যার পর বিষপান করেছেন। 

এ ঘটনায় শরীফার ভাই নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার চরজুবলি ইউনিয়নের দক্ষিণ চরবাগ্গা গ্রামে এ হত্যাকা- ঘটে।
নিহত শহিদ উল্যা ওই গ্রামের শাহ আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, শরীফা ও শহিদ উল্যার মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য গত শনিবার সন্ধ্যায় সালিশ হয়। সালিশে শরীফাকে বকাঝকা করে শহিদ উল্যার সঙ্গে মিলিয়ে দেয়া হয়। পরে শরিফা ও তার ভাই নুরুল ইসলাম রাতে শহিদের বাড়িতে ছিলেন। গতকাল রোববার ভোরে তারা ঘুমন্ত শহিদকে গলা কেটে হত্যা করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন। একপর্যায়ে শরিফা সবার অজ্ঞাতে বিষপান করলে তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলার চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক