ওয়াশিংটন, ১১ মে, ২০১৭ Â : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাই মাসে হামবুর্গে এক বৈঠকে মিলিত হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একথা জানান।
লাভরভ আরো জানান, তিনি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জুলাই মাসে নির্ধারিত দুই প্রেসিডেন্টের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করবেন। খবর বার্তা সংস্থা তাস’র।
টিলারসন ও ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর লাভরভ বলেন, ‘দুই প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। জুলাই মাসে জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক করার বিষয়ে তারা নিশ্চিয়তা দিয়েছেন।
< Prev | Next > |
---|