komiআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেট-এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুস্পষ্ট সুপারিশের ভিত্তিতে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল তাকে বরখাস্তের সুপারিশ করেন।

সাবেক ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইলের বিষয়ে তদন্তকে কেন্দ্র করে জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রসাশন।

তবে ড্রেমোক্রেটরা বলছে, হিলারির ই-মেইল নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বিষয়ে তদন্ত করায় তাকে বরখাস্ত করা হয়েছে।

কোমি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগের বিষয়ে একটি তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন।

কোমিকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিচার বিভাগের সঙ্গে তিনি একমত যে কোমি এফবিআইকে কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম নন এবং সেখানে নতুন নেতৃত্বের প্রয়োজন।

নভেম্বরে মার্কিন নির্বাচনের কিছুদিন আগে হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারির বিষয়ে নতুন তথ্য দিয়ে তিনি ব্যাপক আলোচিত হন।

কয়েকদিন আগে দেয়া এক বক্তব্যে ওই কারণে নির্বাচনে পরাজয়ের জন্য মি. কোমিকে দায়ি করেছিলেন মিসেস ক্লিনটন।

৫৬ বছর বয়সী কোমিকে চার বছর আগে এফবিআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় এবং তার মেয়াদ শেষ হতে আরও ৬ বছর বাকি ছিল।

সাম্প্রতিক