sfxcghq1স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ছোট ভাই রসুলের বাঁশের আঘাতে সোহাগ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আরিচা ফেরিঘাটে মৃত্যু হয় তার। এর আগে গত রোববার সকালে ছোট ভাইয়ের বাঁশের আঘাতে আহত হন তিনি। রসুল ও সোহাগ হোসেন উপজেলার যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের আবদুল বারিক গাজীর ছেলে।

কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গত রোববার সকালে বাঁশে কঞ্জি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন তার ছোট ভাই। এতে আহত হলে সোহাগকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় যশোর কুইন্স হাসপাতালে নেয়া হয় তাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে গতকাল সোমবার ভোরে মৃত্যু হয় তার। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সাম্প্রতিক