ঢাকা : দ্রুত গতির ইন্টারনেট সেবা ফোর-জি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তারানা হালিম বলেন, মোবাইল নেটওয়ার্ক শক্তিশালী করতে দ্রুত তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম ও ফোর-জি (চতুর্থ প্রজন্মের মোবাইল) সেবা চালুর নির্দেশ দিয়েছেন জয়।
তিনি বলেন, আমরাও চাচ্ছি দ্রুত ফোর-জি সেবা চালু করতে। এ নিয়ে আলোচনা চলছে। অপারেটররা দ্রুততার সঙ্গে স্পেকট্রাম কিনুক। কোয়ালিটি সার্ভিস তারা উন্নত করুক। যারা আগে কিনবে তাদের সঙ্গেই সরকারের চুক্তি হবে।
প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোনের ফোর-জি সেবা দিতে শিগগিরই ঘোষণা আসবে। দুই-এক মাসের মধ্যে এই সেবা চালু হবে। আসছে ১১ জুনের মধ্যে বিটিআরসিকে ফোর-জি গাইডলাইন টেলিযোগাযোগ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
< Prev | Next > |
---|