স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা হাইওয়ে থানা পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। গতকাল বুধবার সকালে হাইওয়ে পুলিশের উদ্যোগে শ্রীপুর পৌরসভার সহায়তায় এ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভারে নিচে ময়লা আবর্জনার স্তূপ থেকে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ওই মহাসড়কে চলাচলকারী যান বাহনের যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া সামনে রমজানের পবিত্রতা রক্ষায় মহাসড়কের নিচ থেকে শ্রীপুর পৌরসভার সহায়তায় ময়লা আবর্জনা অপসারণের পরিকল্পনা করা হয়। পাশাপাশি যানজট নিরসনে মহাসড়কের ওপর ভ্রাম্যমাণ দোকান, কাঁচা বাজার ও যাত্রী পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে মহাসড়কের বিভিন্ন এলাকায় এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান ওসি দেলোয়ার হোসেন।
Â
< Prev | Next > |
---|