hgmdegfsefse1স্টাফ রিপোর্টার: উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিনাশে রবীন্দ্রচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল সোমবার নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ির পাশে তার ১৫৬তম জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। আবদুল হামিদ বলেন, বাঙালির দুঃখ-বেদনা রবীন্দ্রনাথের চেয়ে আর কেউ এত সুন্দর করে বোঝেননি। রবীন্দ্রনাথ নিজে জমিদার পরিবারের সদস্য থাকলেও ছিলেন এ ধরনের প্রভাব-প্রতিপত্তির বিরুদ্ধে। তিনি বিশ্বসভায় বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। রবীন্দ্রনাথ শুধু কালের কবি নন, তিনি মহাকালের কবি— মন্তব্য করেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, যেভাবে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠছে, তার বিনাশে রবীন্দ্রচর্চা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর বিকল্প নেই। রবীন্দ্রনাথ তার জীবন ও সাহিত্যকর্মে অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়ে গেছেন। তিনি মানুষকে দেখেছেন সবার আগে। বিশ্বকবির জীবন-দর্শন চর্চায় মুক্তি খুঁজতে হবে।

সাম্প্রতিক