ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর এ ফলাফল ঘোষণা করেন। মিশা সওদাগর ওমর সানিকে এবং জায়েদ খান অমিত হাসানকে পরাজিত করেন।
এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা হয়। এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬২৪ জন। এর মধ্যে ভোট দেন ৫৫৮ জন।
নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা এ প্যানেল তিনটির নেতৃত্ব দেন। মোট ২১ পদের বিপরীতে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, বিগত সেশনে সভাপতি পদে চিত্রনায়ক শাকিব খান, সহ-সভাপতি পদে ওমর সানি এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছিলেন অমিত হাসান।
< Prev | Next > |
---|