ঢাকা : ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের অভিযোগ তুলে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে গত রোববার নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা পরাজিত প্রার্থী ওমর সানী। তাঁর করা এই আবেদন আমলে নিয়ে সোমবার দুপুরে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেয়। নতুন করে ভোট গণনায় পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানীর পক্ষে ৯টি ভোট বাড়ে। তাঁর ঘোষিত ভোটসংখ্যা ১৫৩ থেকে বেড়ে দাঁড়ায় ১৬২-তে।
এদিকে জয়ী সভাপতি প্রার্থী িমশা সওদাগর ২৫৯ ভোট পেয়েছেন। তাই নির্বাচনের ফলাফল অপরিবর্তিতই থাকছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
এদিকে সংশোধিত ভোটের ফলাফল আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আবেদনকারী ওমর সানীর হাতে তুলে দেওয়ার কথা। এ ব্যাপারে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ওমর সানীকে থাকতে বলা হয়েছে। নতুন ফলাফল তাঁর হাতে তুলে দেওয়া হবে।
< Prev | Next > |
---|