অনলাইন ডেস্ক
কলকাতার মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। দুর্ঘটনার ন’দিন পর জানা গেল, সেদিন তিন তিনটি মদ্যশালায় গিয়েছিলেন কলকাতার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও মডেল সোনিকা। এরপর নাকি আকণ্ঠ মদ পান করে সেই রাত গাড়ি চালাচ্ছিলেন বিক্রম।
ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখা যায়, মদ্যশালায় নাচ গান করছিলেন বিক্রম ও সোনিকা। সে সময় বিক্রমের হাতে গ্লাস ছিল। তবে সে গ্লাসে মদ্য ছিল না কোমল পানীয় ছিল তার স্পষ্ট নয়।
এদিকে মদ্যশালার কর্মীরা পুলিশকে জানিয়েছেন, তিন জায়গাতেই মদ পান করেছিলেন বিক্রম ও সনিকা সিংহ চৌহান।
পাশাপাশি সনিকার বন্ধুদের একাংশ দাবি করেছেন, তাদের মধ্যে অনেকেই সেই রাতে বিক্রমকে মদ্যপান করতে দেখেছেন। তদন্তকারীদের দাবি, পার্ক স্ট্রিটের এক পানশালায় বিক্রমের সঙ্গে দেখা হয় সোনিকার। সেখান থেকে তারা যান অন্য একটি পানশালায়।
পুলিশের দাবি, ওই পানশালা থেকে দু’জনে যান এজেসি বসু রোডের একটি তিন তারা হোটেলে। রাত আড়াইটে নাগাদ বিক্রম সেখানে থেকে সোনিকাকে নিয়ে বেরোন। এর পরেই ঘটে ওই দুর্ঘটনা।
কিন্তু সাংবাদিকদের ডেকে বিক্রম জানিয়েছেন, মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন না তিনি।
এদিকে সোমবার বিক্রম চট্টোপাধ্যায়ের রক্তের নমুনা ফরেনসিক পরীক্ষা করতে পাঠিয়েছে পুলিশ। যদিও এত দিন পরে ওই নমুনা পরীক্ষা করে বিক্রম সে দিন নেশাগ্রস্ত ছিলেন কি না, তা কতটা বোঝা সম্ভব সে বিষয়ে সন্দিহান তদন্তকারীদের একাংশ।
এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই বিক্রমের বিরুদ্ধে মামলা করেছে। বিক্রমকে ডেকেও পাঠান তদন্তকারীরা। পুলিশের দাবি, দুর্ঘটনার কারণ নিয়ে বিক্রম যে দাবি করেছেন, তার কয়েকটির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। - এনডিটিভি
< Prev | Next > |
---|