dfjjh3আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় ঝড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, গত এক শতাব্দীর বেশি সময়ে মস্কোয় এটাই সবচেয়ে প্রলঙ্কারী ঝড়। ঝড়ে আরও প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।
বিবিসি জানায়, ঝড়ে শত শত গাছ উপড়ে গেছে। প্রচ- ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টিতে রাজধানী জুড়ে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, গত সোমবার ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। নগরীর ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে পাঁচ পথচারীর মৃত্যু হয়।

এছাড়া বয়স্কো এক ব্যক্তিকে একটি বাসস্টপে মৃত অবস্থায় পাওয়া গেছে। একটি সামার হাউজের উপর বিশাল আকারের একটি গাছ ভেঙ্গে পড়লে সেখানে দুই জনের মৃত্যু হয়। ঝড়ের কারণে অনেক রাস্তায় গাছ উপড়ে পড়ায় যান চলাচল বিঘিœত হয়। রাজধানীর মেট্রো যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। মস্কোয় এখন গ্রীষ্মকাল চলছে। এই সময়ে এ ধরনের ঝড় বা শিলা বৃষ্টি খুব একটা দেখা যায় না। কানাডা থেকে মস্কো বেড়াতে আসা ফ্রাঙ্ক ডেভিস ঝড়ের বর্ণনায় বিবিসিকে বলেন, “আকাশ কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছিল এবং সঙ্গে প্রচ- ঝড়ো হাওয়া বইছিল। চারিদিকে আবর্জনা উড়ছিল। এক টুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মস্কোর মেয়র সের্গই সবিয়ানিন।

সাম্প্রতিক