আন্তর্জাতিক ডেস্ক: জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়িবহরে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ চোরাগোপ্তা হামলায় ছয় জওয়ান আহত হয়েছে। গতকাল শনিবার সকালে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের হিলার শাহাবাদ এলাকায় এ হামলা হয়েছে, জানিয়েছে এনডিটিভি।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সেনা বহরের ওপর গুলিবর্ষণ করার পর ‘বিচ্ছিন্নতাবাদীরা’ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত সেনা জওয়ানদের সেনাবাহিনীর বেইস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর এলাকাটি ঘিরে ফেলে হামলাকারীদের ধরার উদ্দেশ্যে অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় কিছু সময়ের জন্য জম্মু-শ্রীনগর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এ ঘটনার কয়েক ঘন্টা আগে কাশ্মিরের পুঞ্চ ও পার্শ্ববর্তী সেক্টরগুলোতে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে এনডিটিভির প্রতিবেদনটিতে বলা হয়েছে। পাকিস্তানি রেঞ্জার জওয়ানরা স্বয়ংক্রিয় অস্ত্র, মর্টার ও হাল্কা অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে, অপরদিকে ভারতীয় বাহিনী দৃঢ়ভাবে তা প্রতিরোধ করে যাচ্ছে বলে এতে জানানো হয়েছে।
< Prev | Next > |
---|