dfhgkjk6আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার সিদ্ধান্তে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছে তাতে এবার যোগ দিল ইরান। যুক্তরাষ্ট্র তার এই সিদ্ধান্তে অটল থাকলে ভবিষ্যতে একঘরে পড়ে পড়বে বলে জানিয়েছে তেহরান। খবর এএফপি’র।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাসেমির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, ‘প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি বিশ্ব সম্প্রদায়ের প্রতি দেশটির সরকারের দায়িত্বহীনতারই পরিচয় বহন করে। এটা তাদেরকে বিশ্ব সম্প্রদায় থেকে ক্রমশঃ বিচ্ছিন্ন করে ফেলবে।’ ট্রাম্প গত বৃহস্পতিবার ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে। গাসেমি বলেন, ‘বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গ্রীনহাউস গ্যাস উৎপাদনকারী ও অন্যতম বায়ু দূষিত হিসেবে পরিচিত একটি দেশের এই প্যারিস জলবায়ু চুক্তির শর্তগুলো মেনে না চলার বিষয়টি গ্রহণযোগ্য নয়।’ জলবায়ু পরিবর্তনের কারণে ইরান বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। জলবাযু পরিবর্তনের ফলে দেশটিতে দীর্ঘদিন ধরেই ভয়াবহ খরা ও ধূলিঝড় হচ্ছে।

সাম্প্রতিক