আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গত মঙ্গলবার প্যারিস জলবায়ু চুক্তি রক্ষায় এবং বৈষ্ণিক উষ্ণতা হ্রাসে পদক্ষেপ নিতে বিশ্বের সকল সরকার প্রধান, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য হয়ে পড়েছে। খবর সিনহুয়ার।
নিউইয়র্কে বক্তব্য দেয়ার সময় গুতেরেস বলেন, কোন দেশ ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে দ্বিধা প্রকাশ করলেও বিশ্বের অন্যান্য দেশকে অবশ্যই জলবায়ু চুক্তির পক্ষে অবস্থান নিতে হবে।
প্যারিস জলবায়ু চুক্তির প্রতি সমর্থন পুন:নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোর সমন্বয়ে গঠিত জি৭ গ্রুপের অপর নেতাদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগ দিতে অস্বীকৃতি জানানোর পর জাতিসংঘ মহাসচিব এমন কথা বলেন।
এ ব্যাপারে ট্রাম্পের খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা জানানোর কথা রয়েছে।
এরআগে প্রেসিডেন্ট ট্রাম্প বৈষ্ণিক উষ্ণতার বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, এটি চীনের একটি ‘ধাপ্পাবাজি’। তিনি প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসারও হুমকি দেন।
পাঁচ মাস আগে জাতিসংঘ প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর জলবায়ু বিষয়ে গুতেরেসের এটিই ছিল প্রথম গুরুত্বপূর্ণ বিবৃতি।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘এ চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে কোন সরকার দ্বিধা প্রকাশ করলে এজন্য বিশ্বের অন্য সকল দেশকে আরো ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই এ চুক্তির পক্ষে অবস্থান নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিশ্ব একটি জগাখিচুড়ি অবস্থার মধ্যে রয়েছে। ফলে বিশ্বব্যাপী প্যারিস চুক্তির বাস্তবায়ন সম্পূর্ণভাবে অপরিহার্য হয়ে পড়েছে।’
এ ব্যাপারে করা বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা মনেকরি যে, প্যারিস চুক্তি থেকে বেরিয়ে না আসাই যুক্তরাষ্ট্রের জন্য সঠিক কাজ হবে।’
‘সরকার প্যারিস চুক্তি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিলেও মার্কিন সমাজের জন্য এতে যুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইতোমধ্যে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া ট্রাম্প প্রশাসনের কোন ধরনের সহযোগিতা ছাড়াই জলবায়ু পরিবর্তন মোকাবেলার অঙ্গীকার ব্যক্ত করেছে।
জাতিসংঘ মহাসচিব প্যারিস চুক্তির বাস্তবায়নের অগ্রগতি পর্যলোচনায় ২০১৯ সালে একটি সম্মেলন আয়োজনে আগ্রহী।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন হবেই এবং পদক্ষেপও অব্যাহত থাকবে।’
< Prev | Next > |
---|