iran-pআর্ন্তজাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্ট ভবনে গোলাগুলির ঘটনা ঘটেছে। পার্লামেন্ট ভবনে ঢুকে বন্দুকধারীরা নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গোলাগুলির ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছে। খবর ইন্ডিপেন্ডেন্টের।

ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের নিরাপত্তা রক্ষীর পায়ে গুলি করে। ওই ঘটনায় আরও দুই জনপ্রতিনিধি আহত হয়েছেন।

পার্লামেন্ট ভবনে হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক হামলাকারীকে আটক করা হয়েছে।

পার্লামেন্টের জ্যেষ্ঠ এমপি ইলিয়াস হাজরাতি জানিয়েছেন, দু’টি কালাসনিকোভ রাইফেল এবং একটি হ্যান্ডগান নিয়ে তিনজন হামলাকারী পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে।

হামলার পরপরই পুরো এলাকা নিয়ন্ত্রণে এনেছে নিরাপত্তা বাহিনী। তারা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে অবস্থান করছেন। কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা স্পষ্ট নয়।

সাম্প্রতিক