আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের হিলসবরোর একটি বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টার চুরির চেষ্টাকালে সশস্ত্র এক সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। গত সোমবার সকালে হিলসবরো এ্যারো অ্যাকাডেমির সামনে এ ঘটনা ঘটে বলে অরেগনের স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে।
এ ঘটনার পর অরেগনের বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে ১৫ মাইল দূরের বিমানবন্দরটিতে সব ধরনের বিমানের উঠা-নামা বন্ধ রাখা হয়।
হিলসবরো পুলিশ বিভাগের এক মুখপাত্র বিমানবন্দরে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, তবে ঘটনার বিস্তারিত জানাতে রাজি হননি।
স্থানীয় সংবাদপত্র অরেগনিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সকাল প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে হিলসবরো এ্যারো অ্যাকাডেমির সামনে একজন ফ্লাইট ইনস্ট্রাক্টর ও এক ছাত্র ওই সন্দেহভাজনকে বাধা দিয়েছিল, এ সময় সে এক রাউন্ড গুলিবর্ষণ করে কিছুক্ষণের জন্য একটি হেলিকপ্টারে উঠে পড়ে। সে সময় সেখানে হিলসবরো পুলিশের এক কর্মকর্তা এসে উপস্থিত হলে হেলিকপ্টার রেখে ওই বন্দুকধারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই পুলিশ কর্মকর্তা তার পিছু ধাওয়া করে নিকটবর্তী মাঠে তাকে গুলি করলে ঘটনাস্থলেই সে তার মৃত্যু হয়। ওই ফ্লাইট ইনস্ট্রাক্টর ও তার ছাত্রটির কোনো আঘাত লাগেনি বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।
< Prev | Next > |
---|