আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে সন্দেহভাজন জঙ্গি হামলার পর আবারও নির্বাচনি প্রচারণা স্থগিতের ঘোষণা দিয়েছে ব্রিটিশ রাজনীতির শীর্ষ দুই দল। এর আগে ২২ মে ম্যানচেস্টার হামলার পরও কনজারভেটিভ পার্টিসহ রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণা স্থগিত করেছিল। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং সংসদের বিরোধী দল লেবার পার্টি জানিয়েছে গতকাল রোববার একদিনের জন্য তাদের প্রচারণামূলক কর্মকা- বন্ধ থাকবে।
৮ জুন নির্বাচনকে সামনে রেখে যখন ব্যাপক প্রচারণা চলছিল তখন স্থানীয় সময় গত শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে ওই হামলা হয়। হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৪৮ জন আহত হয়। পরে পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়। আহতদের স্থানীয় ছয়টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়।
আর এ হামলার পর রবিবারের প্রচারণা বন্ধ রাখার ঘোষণা দেয় কনজারভেটিভ পার্টি। দলটির মুখপাত্র বলেন, ‘কনজারভেটিভ পার্টি আজ জাতীয়ভাবে নির্বাচনি প্রচারণা চালাবে না। দিনটি পার হলে এবং হামলা সম্পর্কে বিস্তারিত জানার পর আমরা এ নিয়ে পর্যালোচনা করব।’ লেবার নেতা করবিনও অন্তত রবিবারের প্রচারণা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যান্য দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়ার আভাস দিয়েছেন তিনি।
< Prev | Next > |
---|