modi putinআন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম ও পাচার বন্ধে যৌথ সহায়তার ঘোষণা দিলো রাশিয়া ও ভারত। শুক্রবার সেইন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাস পাচার বন্ধ করতে হবে সব দেশকেই। সন্ত্রাস দমনে কোনো দ্বিচারিতা চলবে না।’

এর আগে, রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত মিলেছিল কয়েকবার। সীমান্তপারের সন্ত্রাস নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে থাকার সময়ে ইসলামাবাদের সঙ্গে যৌথ সেনা মহড়া করে দিল্লিকে অস্বস্তিতে ফেলে দেয় মস্কো। এছাড়া আমেরিকার সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠতা বাড়ার পরে ভারত-রুশ সম্পর্কে কিছুটা চিড় ধরেছে বলে মনে করতেন কূটনীতিকরা।

ওই বিবৃতিতে আরো বলা হয়, কোনো সন্ত্রাসকেই সমর্থন করা যায় না। সন্ত্রাস দমনে কোনও ‘দ্বিচারিতা’ও গ্রহণযোগ্য নয়। সীমান্ত পেরিয়ে সন্ত্রাস পাচার বন্ধ করতে সব দেশকেই সক্রিয় হতে হবে। জাতিসংঘে সন্ত্রাস-বিরোধী আন্তর্জাতিক কনভেনশন তৈরির কাজে আরো গতি আনা উচিত বলে জানিয়েছে দু’দেশ।

ধারণা করা হচ্ছে, সীমান্তপারের সন্ত্রাস বন্ধে রুশ ভারতের এই ধরণের যৌথ বিবৃতিতে সতর্কবার্তা দেয়া হয়েছে পাকিস্তানকে। এছাড়া গতকালের অপর এক বার্তায় সন্ত্রাস বন্ধে প্রায় একই সুরে কথা বলেছে স্পেন ও ভারত। -টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

সাম্প্রতিক