dhhgvk66আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর দখলকৃত একটি এলাকা থেকে পালানোর সময় মসুলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে মসুল দখলে বড় ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। সঙ্গে বিমান ও স্থলপথে হামলা করছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীও। অবশ্য, এ ব্যাপারে ইরাকি কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদকর্মীর বরাত দিয়ে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রয়টার্সের এক সংবাদকর্মী মসুলের জানজিলি শহরের একটি রাস্তায় বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। তবে ঠিক কতজন মানুষকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করেননি তিনি। যুক্তরাষ্ট্রের এক ত্রাণকর্মীকে উদ্ধৃত করে আরও বলা হয়, যারাই মসুল থেকে পালিয়ে আসার চেষ্টা করছে, তাদেরই গুলি করে হত্যা করছে আইএস।

ফ্রি বার্মা রেঞ্জার্স রিলিফ অ্যাসোসিয়েশনের কর্মী ডেভ ইউবাংক বলেন, ‘গত দুইদিন ধরে যারাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরই গুলি করছে আইএস। গত শুক্রবার আমি ৫০টি মৃতদেহ দেখেছি। আমরা মার্কিনিদের সঙ্গে কাজ করেছি। ধোঁয়া এবং একটি ইরাকি ট্যাংক অনুসরণ করে একটি জায়গা থেকে আমরা ছোট একটি মেয়ে ও একজন লোককে উদ্ধার করেছি। এখনও সেখানে আরও অনেকে আটকা পড়ে আছে।’ পালিয়ে আসতে গিয়ে অনেকে আবার মার্কিন জোটের চালানো আইএসবিরোধী বিমান হামলায়ও আহত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আহত ও নিহত কয়েকশ মানুষকে সরকার নিয়ন্ত্রণাধীন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের কম্বলে মুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সাম্প্রতিক