ভুটানের দুর্নীতি দমন কমিশনের চেয়ারপারসন কিনলে ইয়াংজুমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ সোমবার বাংলাদেশে চার দিনের সফরে আসছেন। তার এই সফরে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেন, এটাই হবে বিশ্বের কোনো দেশের দুর্নীতিবিরোধী সংস্থার সঙ্গে দুদদেকর প্রথম সমঝোতা স্মারক। এই সফর নিয়ে গতকাল রোববার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ একটি প্রস্তুতি সভা করেছেন। সভায় ইকবাল মাহমুদ বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে ভুটান দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে ভালো অবস্থানে রয়েছে। দুর্নীতি দমনে দক্ষিণ এশিয়ায় ভুটানের ভূমিকা অনুসরণযোগ্য। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন পৃথিবীর বিভিন্ন দেশের উত্তম চর্চাসমূহ বাংলাদেশে এনে তা নিজেদের মতো করে দেশের সর্বস্তরে ছড়িয়ে দিতে চায়। তাই কমিশন বিশ্বের বিভিন্ন দেশের যে সকল প্রতিষ্ঠান দুর্নীতি দমন তথা সুশাসন নিশ্চিতকল্পে কাজ করছে তাদের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে। দুদক চেয়ারম্যান বলেন, ভুটান ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, হংকং, সিঙ্গাপুর, রাশিয়া, অস্ট্রিয়া, চীন, মঙ্গোলিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে যোগাযোগ করছেন তারা।
এর মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে উদ্ভাবনী বিভিন্ন কৌশল, প্রশিক্ষণ, উত্তম চর্চার বিকাশে সহায়তা পাওয়া যাবে বলে ইকবাল মাহমুদ মনে করেন। তিনি বলেন, কমিশন যে সকল দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর উদ্যোগ নিয়েছে যদি এসব সম্পন্ন করা যায়, তাহলে মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়নসহ এ জাতীয় বৈশ্বিক তদন্তের আরও গতিশীলতা বাড়বে। ভুটানের সাথে দুর্নীতি বিরোধী পদক্ষেপের সমঝোতা স্মারক সই দুদকের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে বলে মনে করেন তিনি। সভায় দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল ভুটান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সফরের বিস্তারিত কর্মসূচি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। ভুটান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ১৩ জুন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থেকে প্রতিষ্ঠিত ‘সততা স্টোরের’ কার্যক্রম সরেজমিনে দেখতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জিআর ইনস্টিটিউট অ্যান্ড হাই স্কুল পরিদর্শন করবেন। এরপর ১৪ জুন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং ভুটানের দুর্নীতি দমন কমিশনের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। ওই দিন সমঝোতা স্মারক সইয়ের পর দুর্নীতি দমন কমিশন ও ভুটানের দুর্নীতি দমন কমিশন যৌথভাবে সাংবাদিক সম্মেলন করবে।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং ভুটানের দুর্নীতি দমন কমিশনের পক্ষে চেয়ারপারসন কিনলে ইয়াংজুম সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন। সফরকারীরা ১৫ জুন মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। পরে সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুদকের গঠিত ‘সততা সংঘের’ সদস্যদের সঙ্গে তাদের মতবিনিময়ের কথা রয়েছে।
< Prev | Next > |
---|