dfgfh4rgস্টাফ রিপোর্টার: হাজারীবাগ থেকে ৩৫ শতাংশ কারখানা সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরিত হয়েছে। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানান। জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাভারে বরাদ্দপ্রাপ্ত ১৫৪টি ট্যানারির মধ্যে ৫৫টি ওয়েট ব্লু (ক্রোমিয়ামে ভেজানোর পর কাঁচা চামড়া শুকানো, যাতে হালকা নীলবর্ণ ধারণ করে) উৎপাদন শুরু করেছে। বাকি ট্যানারিগুলো ভবন নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপন কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান শিল্পমন্ত্রী। মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভোক্তা পর্যায় সাড়ে ১২ কেজি গ্যাসভর্তি এলপিজি সিলিন্ডারের সরকারের নির্ধারিত খুচরা মুল্য ৭০০ টাকা, যা বেসরকারি পর্যায় সাড়ে ৮০০ থেকে একহাজার টাকা পড়ে। ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির কোনো সুযোগ বিপিসির নিবন্ধিত ডিলারদের নেই।

বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিøষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নিতে পারে বিপিসি। মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে বিপু জানান, আসন্ন ২০১৭-১৮ অর্থ বছরে পল্লী বিদ্যুত সমিতির আওতায় ৩৩ হাজার ৮৪৯ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যশোর-৩ আসনের কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকারের নানামুখী পদক্ষেপে দেশে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ প্রায় দৈনিক একহাজার ১৫ মিলিয়ন ঘনফুট বেড়েছে। তবে, এটি চাহিদা বৃদ্ধির তুলনায় অপ্রতুল। বর্তমানে দৈনিক ৬০০ মিলিয়ন ঘটফুট ঘাটতি রয়েছে। ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাষিক মিলে ২ দুই হাজার ৮০০ পত্রিকা প্রকাশিত হচ্ছে। বর্তমান সরকার সাত বছরে সাত শতাধিক পত্রিকার নিবন্ধন দিয়েছে। এছাড়া বেসরকারি মালিকানায় ৩১টি টেলিভিশন, ২৪টি এফ এম রেডিও ও ৩২টি কমিটিউনিটি রেডিও অনুমোদন দেওয়া হয়েছে।

সাম্প্রতিক