নাইম আবদুল্লাহ:
dinlipi1গত ২০ মার্চ (সোমবার) অনলাইন পোর্টাল “দিনলিপি নিউজ ডটকম" "খবর নয়, জীবন প্রবাহ” এই স্লোগানকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে সিডনির স্থানীয় একটি রেষ্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করে।

দিনলিপি নিউজ ডটকম’র চেয়ারম্যান এসএম দিদার হোসেনের সভাপতিত্বে ও উপদেষ্টামন্ডলীর সদস্য লেখক ডঃ সাখাওয়াৎ নয়নের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা।

প্রধান অতিথি রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সবার সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করার উপর গুরুত্ব আরোপ করে পত্রিকাটি যেন দৃষ্টিবিহীন পত্রিকা না হয় সেই ব্যাপারে দৃষ্টি রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাসিক মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামীমের স্বাগত বক্তব্যের পর দর্শক সারিতে বসা সাংবাদিক ও অতিথিদের কাছ থেকে “দিনলিপি নিউজ ডটকম” সম্পর্কে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ আহবান করা হয়।

dinlipi2মতামত ও পরামর্শ পর্বে সাংবাদিক, রাজনীতিবিদ ও কমিউনিটির বিশিষ্ট জনের মধ্যে অংশ নেন, আবিদা আসাওয়াদ, কাজী সুলতানা সিমি, তানভীর আবির, সুরজিত রায়, হ্যাপি রহমান, আমেনা বেগম, লিংকন সফিকউল্লাহ, নাজমুল হুদা বাবু, সুলতানুল আরেফিন, লরেন্স ব্যারেল, মোবারক হোসেন, মোঃ মহসিন, এহসান আহমেদ, আব্দুল জলিল, এনায়েতুর রহিম বেলাল, মোঃ আলী শিকদার, গাউছুল আলম শাহাজাদা, হারুন অর রশীদ, আঃ মতিন, এম এ জলিল, আবু রেজা আরেফিন, একেএম ফজলুল হক শফিক, রহমত উল্লাহ প্রমুখ।

সভায় বিশেষ অতিথির পর্বে বক্তব্য রাখেন, সিডনির ওয়াটসন এলাকা থেকে প্রাক্তন ফেডারেল এমপি প্রার্থী ও লিবারেল পার্টির নেতা শাহে জামান টিটো, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া কাউন্সিল'র সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি নাসিম সামাদ, বিশিষ্ট লেখক অজয় দাস গুপ্ত, একুশে একাডেমীর সভাপতি ড : আব্দুল ওহাব, বিশিষ্ট আইনজীবি ও বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হক, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির প্রমুখ।

বক্তারা সর্বোপরি সততা ও নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে অনলাইন পোর্টালটির সফলতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে পত্রিকাটির চেয়ারম্যান এসএম দিদার হোসেন সকলের মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে খুব শ্রীঘই অস্ট্রেলিয়া প্রবাসী পাঠকদের জন্য ব্যাতিক্রমী ফিচার ও সংবাদ প্রকাশের কথা ঘোষণা করা হয়।

অতিথিরা কেক কেটে অস্ট্রেলিয়াতে পত্রিকাটির শুভ কার্যক্রমের শুভ সূচনা করেন।

রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয। 

সাম্প্রতিক